ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

রাজনীতি

শহীদ জিয়া কৃষকদের ধানের শীষে মিশে আছেন অম্লান হয়ে: আজিজুল বারী হেলাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
শহীদ জিয়া কৃষকদের ধানের শীষে মিশে আছেন অম্লান হয়ে: আজিজুল বারী হেলাল

খুলনা: কৃষকদের ভাগ্য উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিল অসামান্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের কথা চিন্তা করে খাল খননের মতো যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছিলেন।

এ কারণেই কৃষকরা স্বাচ্ছন্দ্যে আজও ফসল ফলাতে পারেন। তাকে বাদ দিয়ে কৃষকদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা চিন্তাও করা যায়। তাইতো তিনি কৃষকদের ধানের শীষে মিশে আছেন অম্লান হয়ে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা স্কুল মাঠে ইউনিয়ন কৃষকদল আয়োজিত বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে এদেশের কৃষকদের ভাগ্য উন্নয়নে উন্নত প্রযুক্তির ব্যবস্থা করবে। কৃষকরা যাতে তাদের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত ফসলের সঠিক মূল্য পায় তার যাবতীয় ব্যবস্থাও গ্রহণ করবে।

তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বলেন সংস্কারের নামে টালবাহনা না করে অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এর বিকল্প ঘটলে বিএনপি যেমন আওয়ামী লীগের অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করেছে তেমনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নামবে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ওমর ফারুক শামীম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, সাবেক আহ্বায়ক আমির এজাজ খান, সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, শেখ আ. রশিদ, এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা কৃষক দলের সভাপতি মোল্যা কবির হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান তালুকদার সজীব, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ শেখ, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।