রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় রংপুরের শীর্ষ সন্ত্রাসী রোলেক্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রংপুর নগরীর ধাপ এলাকার আরএমসি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গ্রেপ্তার রোলেক্সের নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হত্যাচেষ্টা মামলা ছাড়াও অন্য মামলা রয়েছে। গত ০৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এসআরএস