ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

রাজনীতি

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ  আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

রংপুর: গাজীপুরে আওয়ামী সন্ত্রাসী হামলায় জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা আবুল কাশেম নিহতের প্রতিবাদে ও আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি রংপুর জেলা ও মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভ মিছিলটি রংপুর প্রেসক্লাব থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতির সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগরের সদস্য সচিব রহমত আলী, জেলার আহ্বায়ক ইমরান আহমেদ, মহানগরের মুখ্য সংগঠক আলী হুসাইন সাইফ, মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ।  

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখা অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে গাজীপুরে আওয়ামী ক্যাডারের হামলায় জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা আবুল কাশেমের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। সেই সঙ্গে সন্ত্রাসী সংগঠন ও জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি করেন। অন্যথায় আগামীতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।