সাভার (ঢাকা): সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে কুশরা কলেজ ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ধামরাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার আমিনুর ধামরাই উপজেলার কুশরা ইউনিয়নের কুশরা গ্রামের আলী আকবরের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি।
ডিবি পুলিশ জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে নানা ধরনের অপরাধ করেছেন আমিনুর। ধামরাই থানায় এ সংক্রান্ত বিভিন্ন মামলা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তিনি নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করার চেষ্টা করে যাচ্ছিলেন।
ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার আমিনুরকে শুক্রবার সকালে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এসআরএস