ফরিদপুর: জেলার সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মারধর, নারী নির্যাতন ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ ১৩টি মামলা আসামি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মাঝারদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক সেলিম মাঝারদিয়া এলাকার জিতু মাতুব্বরের ছেলে।
সালথা থানার ওসি আতাউর রহমান বলেন, সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সেলিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মারধর, নারী নির্যাতন ও পুলিশ অ্যাসল্ট মামলাসহ ১৩টি মামলা রয়েছে। তাকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এসআরএস