বগুড়া জেলার শেরপুর উপজেলায় রাজনৈতিক মামলায় ইয়াসিন উল কবির বকুল (৪৮) নামে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা দাখিল মাদরাসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইয়াসিন-উল-কবির-বকুল বগুড়া শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং ১০ নম্বর শাহবন্দেগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
বগুড়া শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, গত ২ নভেম্বর দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ইয়াসিন উল কবির বকুল নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এসআরএস