ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

তিস্তা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যেতে হবে: সাইফুল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৫:১০ পিএম, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
তিস্তা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যেতে হবে: সাইফুল হক

রংপুর থেকে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, তিস্তার পানির ন্যায্য হিসসা পেতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে বাংলাদেশের সরকারকে।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে রংপুর জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে আয়োজিত ৪৮ ঘণ্টার লাগাতার অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সাইফুল হক বলেন, শুকনো মৌসুমে ভারত উজানের পানি আটকে রাখে, আর বর্ষার মৌসুমে ছেড়ে দেয়। যার ফলে আমাদের এখানে বন্যায় সব ভেসে যায়। এটা কি বন্ধুর পরিচয়, কোনো ভাবেই না। তাই ভারত আমাদের বন্ধু না।  

তিনি বলেন, সরকারকে বলব এখন সময় এসেছে ভারতের চোখে চোখ রেখে কথা বলার।  

প্রয়োজনে আমরাও মওলানা ভাসানীর মতো লং মার্চের আয়োজন করব। এবার তিস্তার লড়াই আমাদের জিততেই হবে, যদি এই জনপদের লোকদের বাঁচাতে চাই।

অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

‘জাগো বাহে-তিস্তা বাঁচাই’ স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নিয়েছে বিএনপি ও তার মিত্ররা।  
আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এর মধ্যে রংপুরের কাউনিয়া রেলসেতু ও গঙ্গাচড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে রংপুরের কর্মসূচি চলছে।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ 
ইএসএস/এসআইএস

বাংলাদেশ সময়: ৫:১০ পিএম, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ