খুলনা: খুলনা মহানগরীতে গণমানুষের ঢল নেমেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নগরী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ হাদিস পার্কের সমাবেশ দুপুর ১২টার আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। মুক্তি মুক্তি মুক্তি চাই, আজহার ভাইয়ের মুক্তি চাই/আমার নেতা ভেতরে খুনি কেন বাইরে, আমার নেতা ভেতরে স্বৈরাচার কেন বাইরে/এক দফা এক দাবি আজহার ভাইয়ের মুক্তি দাবি, একটায় উক্তি আজহার ভাইয়ের মুক্তি/আমজনতা দিচ্ছে ডাক, আজহার ভাই মুক্তি পাক/জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দাও, দিতে হবে/বীর জনতা ঐক্য করো, আজাহার ভাইকে মুক্ত করো/ফ্যাসিবাদের ঠিকানা এ বাংলায় হবে না/মুক্তির রাজপথ ইসলামী বিপ্লব/আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকাও। কারও কারও হাতে ব্যানার-ফেস্টুন দেখা গেছে।
মিছিল নিয়ে আসা জামায়াতে ইসলামীর ২৬ নম্বর ওয়ার্ডের আমির মাওলানা ছফির উদ্দীন বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের এতদিন অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তিলাভ করেননি। জামায়াত স্বৈরশাসনামলে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। আর স্বৈরশাসনমুক্ত বাংলাদেশে জামায়াতে ইসলামী এখনো বৈষম্যের শিকার হচ্ছে। এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এমআরএম/আরবি