ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

রাজনীতি

মোহনগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
মোহনগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার ইজাজুল হক রয়েল

নেত্রকোনা: নাশকতার মামলায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. ইজাজুল হক রয়েলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এসময় দেশীয় অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে হামলাকারীরা। এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর থানায় মামলা করেন ভুক্তভোগী বিএনপি নেতা।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার রয়েলকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।