ঢাকা, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১ শাবান ১৪৪৬

রাজনীতি

হরতাল ডাকায় আ.লীগ অফিসের সামনে ক্রিকেট খেলল ছাত্রদল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
হরতাল ডাকায় আ.লীগ অফিসের সামনে ক্রিকেট খেলল ছাত্রদল

বরিশাল: আওয়ামী লীগের নৈরাজ্য এবং হরতালের প্রতিবাদ জানিয়ে বরিশালে ছাত্রদল এক অভিনব কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের উদ্যোগে নগরের সোহেল চত্বরে পুড়ে যাওয়া আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে ক্রিকেট খেলার আয়োজন করা হয়।

 

এতে অংশ নেন ছাত্রদলের নেতা-কর্মীরা।  

এ উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে হিসেবে সবুজ আকন বলেন, আওয়ামী লীগ ফেসবুকে একটি প্রোগ্রাম দিয়েছে। আজ নাকি হরতাল। তবে গোটা বরিশাল শহরে তার কোনো আলামত নেই। আওয়ামী লীগের নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে আমরা ভিন্নধর্মী এ কর্মসূচির আয়োজন করছি। আমরা বরিশাল শহরে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ক্রিকেট খেলেছি। এতে আমাদের শরীর-স্বাস্থ্যও ভালো থাকবে।  

তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে মাঝে রাতের আঁধারে মিছিল করতে দেখা যায়। যেমন গতকাল ফেসবুকে দেখেছি ৪-৫ জন বোরকা পরে মিছিল করেছে। আমি বলবো আওয়ামী লীগের যারা আছেন; দুর্নীতিবাজ-খুনি শেখ হাসিনার যোগ্য উত্তরসূরী যারা আছেন; আপনারা রাজপথে আসেন। দিনের আলোতে আসেন আমরা প্রতিহত করবো। দেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদের প্রতিহত করবে।  

এর আগে নগরে বিক্ষোভ মিছিল করেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।