ঢাকা, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

রাজনীতি

আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই: শহিদুল ইসলাম বাবুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই: শহিদুল ইসলাম বাবুল সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল।

ফরিদপুর: বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল তার নির্বাচনী এলাকার জনসাধারণের উদ্দেশে বলেছেন, আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আমি আপনাদের সন্তান হয়ে বেঁচে থাকতে চাই।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে সমাবেশে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, আমি যদি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন আসন থেকে নির্বাচিত হই একটা টাকাও ব্যবসা করার চিন্তা নেই। আমি মানুষের সেবা করতে চাই। আমার সঙ্গে যারা রাজনীতি করতে এসেছেন তারা এখন নিরাপদ। যারা আসেননি তারাও নিরাপদ। আমি অন্যায়ভাবে কাউকে নির্যাতন করতে দেবো না। রাজনীতিতে দুর্বৃত্তায়ন হতে দেওয়া যাবে না। আমার এ আসন থেকে কোনো প্রকার লুটপাট হতে দেবো না।

কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি রাজনীতি করি ৩৮ বছর, আমার এ রাজনৈতিক জীবনে অনেক চড়াই উৎরাই পেরিয়ে একদম সাধারণ গৃহস্থ পরিবার থেকে এসেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন নিশ্চিত করেছেন। আমি আপনাদের ভালোবাসা নিয়েই অনেক দূর এগিয়ে যেতে চাই। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের পাশে থাকবো।

সদরপুর উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, কৃষক দল নেতা খন্দকার নাসির।  

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুজ্জামান বদু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কবিরসহ ফরিদপুর সদর, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন ও নগরকান্দা উপজেলার বিএনপির হাজারো নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।