ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

রাজনীতি

১৭ বছর পর নিজ জেলায় বাবর, লাখো মানুষের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
১৭ বছর পর নিজ জেলায় বাবর, লাখো মানুষের ঢল

নেত্রকোনা: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এসব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।  

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজ জেলা নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির আয়োজনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নেত্রকোনা জেলায় আগমন উপলক্ষে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, যদি আল্লাহ্ তৌফিক দেন তাহলে জেলার বেকার যুবকদের কর্মসংস্থান তৈরিসহ সব উন্নয়ন করা হবে।

১৭ বছর পর কারামুক্ত হয়ে ওমরা পালন শেষে নিজ জেলায় এ প্রথমবারের মতো সমাবেশে অংশ নেন লুৎফুজ্জামান বাবর।  

সমাবেশকে কেন্দ্র করে লাখো মানুষের ঢল নামে। নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।