ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

রাজনীতি

ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে গলা কেটে হত্যা

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে তাছলিমা বেগম রোজি (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক ইনুর মা।

পুলিশ ধারণা করছে, কেউ চুরি করতে গিয়ে তাকে হত্যা করেছে।  

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে।  
  
নিহত তাছলিমা বেগম রোজি ওই বাড়ির আমিন আলীর মেয়ে।  

পুলিশ জানায়, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর রোজি বাবার বাড়িতে একটি ঘরে একা থাকতেন। সন্ধ্যায় রোজি ঘরে ঢোকেন। হঠাৎ রাত সাড়ে ৮টার দিকে তার ঘর থেকে শব্দ শুনে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখেন যে রোজি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পাশে একটি রক্তমাখা চাপাতি পড়ে আছে। এ অবস্থায় স্থানীয়রা রোজিকে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

পুলিশ সুপার (এসপি) আবদু্ল্লাহ আল ফারুক জানান, হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজন হিসেবে একই গ্রামের মো. তারেক (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।