জামালপুর: ১৭ বছর ধরে একই পদে থাকা আর আট বছরের মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিলের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সব অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতারা।
শনিবার (১ মার্চ) বিকেল ৪টায় শহরের বকুলতলা চত্বরে মিছিলের আগে সমাবেশ করে বিএনপির একাংশ।
তারা বলেন, বিগত ১৭ বছর ধরে জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব পদে একই ব্যক্তি দায়িত্বে। এ ছাড়া গত ৮ বছর হলো জামালপুর জেলা বিএনপি কমিটিও মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতো কমিটি দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, একই কৌশলে বার বার সভাপতি ও সাধারণ সম্পাদক দুজন ব্যক্তিই থাকেন। আমরা এর পরিবর্তন চাই। আমরা কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন জেলা বিএনপির এই করুণ অবস্থা দেখে একটি সিদ্ধান্ত নেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও যেন বিষয়টি সম্পর্কে অবগত হয় সেটিও চাই।
পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
এমজে