ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শাহিদা রফিকের মৃত্যুতে তারেক রহমানের শোক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:১৪ পিএম, মার্চ ২, ২০২৫
শাহিদা রফিকের মৃত্যুতে তারেক রহমানের শোক  ড. শাহিদা রফিক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী প্রফেসর ড. শাহিদা রফিকের মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২ মার্চ) এক ফেসবুক পোস্টে এ শোক জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘আজ সকালে রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। অধ্যাপক ড. শাহিদা রফিকের আকস্মিক মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শহীদ জিয়ার নীতি ও আদর্শের প্রতি তার ছিল গভীর আস্থা। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনিও সক্রিয় অংশগ্রহণ করেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো একজন শিক্ষাবিদের পরামর্শ অত্যন্ত জরুরি ছিল। ’

তিনি বলেন, ‘আমি অধ্যাপক ড. শাহিদা রফিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। ’

৭৭ বছর বয়সে মারা গেছেন ড. শাহিদা রফিক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন তিনি। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। স্বামী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এ প্রফেসর।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ২, ২০২৫
এসএএইচ

বাংলাদেশ সময়: ৪:১৪ পিএম, মার্চ ২, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ