কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে গুজাদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মাসুদকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ এর সদস্যরা।
রোববার (২ মার্চ) রাতে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এদিন বিকেলে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকা থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাসুদ একই উপজেলার গুজাদিয়া ইউনিয়নের শ্রীপুর এলাকার মৃত সৈয়দ আজিজুলের ছেলে। তিনি স্থানীয় গুজাদিয়া ইউপি চেয়ারম্যান। এছাড়া তিনি গুজাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, গ্রেপ্তার মাসুদকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
করিমগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করিমগঞ্জ থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এসআরএস