বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় যুবদলকর্মী সুরুজ গাজী (৩০) হত্যা ঘটনায় প্রধান অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের শাহিন সরদার ওরফে সোনা শাহিনকে বহিষ্কার করা হয়েছে। শাহিন ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও সদস্য সচিব খান মো. আনোয়ার হোসেন মঙ্গলবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহিন সরদারকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে যুবদলের সুরুজ গাজীকে নির্মমভাবে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়। স্থানীয় আধিপত্য নিয়ে শাহিন সরদারের সঙ্গে তার পূর্ব বিরোধ ছিল বলে জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, নিহতের বড় ভাই শাহীন গাজী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এ পর্যন্ত গ্রেপ্তার নেই।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এমএস/এসআরএস