ঢাকা, শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৭ মার্চ ২০২৫, ০৬ রমজান ১৪৪৬

রাজনীতি

জনগণ অনিশ্চয়তামুক্ত ভবিষ্যৎ চায়, কূটনীতিকদের সঙ্গে ইফতারে ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
জনগণ অনিশ্চয়তামুক্ত ভবিষ্যৎ চায়, কূটনীতিকদের সঙ্গে ইফতারে ফখরুল ছবি: বিএনপির ফেসবুক পেজ

ঢাকা: দেশের জনগণ রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত ভবিষ্যৎ চায় উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।  

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এতে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, পাকিস্তান, জাপান, চীন, রাশিয়া, সৌদি আরব, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, নেপাল, দক্ষিণ কোরিয়া, ইরাক, স্পেন, জার্মান, ফ্রান্স, তুরস্ক, কসোভো, কানাডা, ফিলিস্তিন, মালয়েশিয়া, ইতালি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।

মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। জুলাই বিপ্লব দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জনগণ রাজনৈতিক অনিশ্চিয়তামুক্ত ভবিষ্যত চায়।

এসময় আরও ছিলেন ইউএনডিপি, বিশ্ব ব্যাংকসহ আন্তর্জাতিক নানা সংস্থার প্রতিনিধিরা। এছাড়াও ছিলেন দেশের নানা অঙ্গনের বিশিষ্টজনরা।

ইফতারে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
টিএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।