ঢাকা, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

রাজনীতি

ডেভিল হান্ট: রাজৈর ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
ডেভিল হান্ট: রাজৈর ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ সম্রাট খান ও আনজুরুল কাজী অঞ্জক

সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্রাট খান (৩০) ও যুবলীগ নেতা আনজুরুল কাজী অঞ্জকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের কাঠেরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সম্রাট ওই গ্রামের জলিল খান ওরফে টুকুর ছেলে ও আনজুরুল একই গ্রামের হাবিবুর রহমান কাজীর ছেলে।  

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান এতথ্য নিশ্চিত করে জানান, শনিবার (১৫ মার্চ) সম্রাট ও আনজুরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ