ঢাকা, শনিবার, ১ চৈত্র ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

রাজনীতি

জাতিসংঘের মহাসচিবের কাছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের আহ্বান চরমোনাই পীরের

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৫
জাতিসংঘের মহাসচিবের কাছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের আহ্বান চরমোনাই পীরের

বরিশাল: রোহিঙ্গাদের তাদের দেশে সুষ্ঠু ও সুন্দরভাবে প্রত্যাবর্তনের করার সুযোগ সৃষ্টি করার জন্য জাতিসংঘের মহাসচিবের কাছে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

শুক্রবার (১৪ মার্চ) ইসলামী আন্দোলন বরিশাল মহানগরের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করছেন।

তার কাছে আমরা সবাই উদাত্ত আহ্বান জানাবো রোহিঙ্গাদের ওপর নির্মম জুলুম নির্যাতন করা হয়েছে। তাদের আমরা আশ্রয় দিয়েছি। সাহায্যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। আপনারাও তাদের সুন্দর পরিবেশ তৈরি করে তাদের প্রত্যাবর্তনের সুযোগ সৃষ্টি করে দিন।

এ সময় তিনি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দল ও ব্যক্তিস্বার্থ অগ্রাধিকার না দিয়ে ইসলাম, দেশ ও মানবতার দিকে অগ্রাধিকার দিন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ লোকমান হাকিমের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, যদি মুসলমান হয়ে থাকি তাহলে সৃষ্টিকর্তা আমার কাজে বেজার না খুশি এতটুকু চিন্তা থাকবে। একজন মানুষ কখনোই আরেকজনকে কষ্ট দিতে পারবে না। মিথ্যা বলতে পারবে না। দেশের সম্পদ লুট করতে পারবে না। অর্থ পাচার করতে পারবে না। একটি মিথ্যা কেসের মাধ্যমে একটি সংসার ধ্বংস করতে পারবে না। একটি মানুষ রাস্তায় নামলেই গুম করবে না। ঘরে থাকলেও খুন করবে না। হাজার হাজার মায়ের কোল সন্তানহারা করতে পারবে না।

রমজান মাসের শিক্ষার মাধ্যমে শিক্ষা নিতে হবে মন্তব্য করে তিনি বলেন, গত ৫ আগস্টের পর দেশে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন যদি আমরা একত্র হতে পারি তাহলে দেশটা একটা সুন্দর ভাবে গড়ে উঠতে পারে।

মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ