কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম ডিবি পুলিশ পরিদর্শক বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ পরিদর্শকের তথ্য মতে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নকে রংপুর থেকে কুড়িগ্রামে আনা হয়েছে।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হবে। সেইসঙ্গে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
আরএ