ঢাকা: আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে সাধারণ ছাত্র-জনতা।
শনিবার (২২ মার্চ) বিকেলে ৩টার দিকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়।
এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে দফা এক, দাবি এক, লীগ নট কাম ব্যাক স্লোগান দিতে দেখা যায়।
তাসনিয়া নামে একজন বলেন, ‘আমাদের লজ্জা হচ্ছে, যে সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগের বিচার করার জন্য, সে সরকারের আওয়ামী লীগের বিচারের কোনো পরিকল্পনা নেই। আপনারা কী চান এ ফ্যাসিস্ট বাংলাদেশ ফিরে এসে আবার দেশটাকে ধ্বংস করে দিক। আওয়ামী লীগকে আমরা ৫ আগস্ট নিষিদ্ধ করে দিয়েছি। সেখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্নই ওঠে না’।
এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম।
সরেজমিনে দেখা যায়, প্রায় ৫০ জনের এ দল শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছে। এতে শাহবাগ দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে।
কর্মসূচিতে রাজধানীর শনির আখড়ার বাসিন্দা রাজু আহমেদ বলেন, আওয়ামী লীগ এ দেশে যা করেছে তা উল্লেখ করার কিছু নেই। দেশের মানুষের প্রতি যে জুলুম তারা করেছে তারপর তাদের আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না। বরং তাদের প্রত্যেকটা অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে।
এ প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী অর্ণব হোসেন জানান, জুলাই মঞ্চ গত ১৮ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে। গতকাল রাতে শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে এ মঞ্চ শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করে।
তিনি জানান, এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে। ক্রমান্বয়ে এতে আওয়ামী লীগ বিরোধী অনেকেই অংশ নেবে। এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে। তারপর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
আরকেআর/এফএইচ/আরবি