লক্ষ্মীপুর: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনাকে উচ্ছেদের মাধ্যমে ছাত্র-জনতা এক অসম্ভবকে সম্ভব করেছেন। পতিত সরকারের ধ্বংস করে দেওয়া দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সচল করতে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।
বুধবার (২৬ মার্চ) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জেএসডি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের সম্মানে উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ মাঠে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
আ স ম রব বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে পুরাতন লুণ্ঠন ব্যবস্থা থেকে উত্তরণের জন্য সংস্কার জরুরি হয়ে পড়েছে। এজন্য সংস্কার প্রশ্নে সব দল একমত থাকতে হবে। এর ফলে যথাযথ সংস্কারের মাধ্যমে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেএসডির জ্যেষ্ঠসহ সভাপতি তানিয়া রব ও জেলা জেএসডির যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আমিন চৌধুরী, উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, জেএসডি নেতা আলতাফ মাস্টার, খোরশেদ আলম, আলমগীর হোসেন বাহার, মনতাজ মেম্বার, যুবদল নেতা তারেক রহমান রকি, যুব পরিষদ নেতা মাহমুদুর রহমান বেলাল, শিব্বির দেওয়ান, এহসান রিয়াজ ও মোখলেছুর রহমান ধনু ও আবুল বাছেত খোকন প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এএটি