ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

রাজনীতি

বিএনপির প্রতি যে আহ্বান জানালেন তাসনিম জারা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
বিএনপির প্রতি যে আহ্বান জানালেন তাসনিম জারা

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গুরুত্বপূর্ণ সদস্য ডা. তাসনিম জারা বলেছেন ‘এখন প্রয়োজন গভীর সংস্কারের, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের। বিএনপির প্রতি আমার আন্তরিক আহ্বান, সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে; আসুন, তা আমরা সম্মিলিতভাবে কাজে লাগাই।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) একটি ফটোকার্ডের ক্যাপশনে ডা. তাসনিম জারা এ আহ্বান জানান।  

ফেসবুকে তাসনিম জারা লেখেন, ‘আমাদের সামনে যে ঐতিহাসিক সুযোগ এসেছে, তা যদি আমরা হাতছাড়া করি, তাহলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আরও বাড়বে। তখন মানুষ আমাদের কাউকেই ক্ষমা করবে না। ’

বিএনপির প্রতি আমার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, সংস্কারের সুযোগ আমরা সম্মিলিতভাবে কাজে লাগাই। সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াবেন না, বরং দেশের মানুষের প্রত্যাশা পূরণে আপনারাও অগ্রণী ভূমিকা রাখুন। ’

এর আগে বুধবার (২৬ মার্চ) চট্টগ্রামের মীরসরাই উপজেলা ও দুই পৌরসভার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জাবেদ (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয় এবং আহত হয় আরও ৩০ জন। গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত ফটোকার্ড শেয়ার করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।