কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে যুবলীগ নেতার নেতৃত্বে উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার (২ এপ্রিল) উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও বুড়িচং সদর এলাকার শফিকুর রহমান ভুঁইয়ার ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন ভুঁইয়া বুড়িচং উত্তর বাজারে রাজনৈতিক অফিস পরিচালনা করে আসছিলেন।
অন্যদিকে হামলাকারীরা জুলাই-আগস্টের পর থেকে ইকবাল হোসেনকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিচ্ছেন। মঙ্গলবার ১ এপ্রিল রাত ১০টায় বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের ছাত্রলীগ, যুবলীগের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ইকবাল হোসেনের অফিসে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা অফিসে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র, চেয়ার-টেবিল, দরজা-জানালা ও থাই গ্লাস ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন করে।
ছাত্রদল নেতা ইকবাল হোসেন বলেন, রাতে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীমউদ্দীনের গ্রামের বাড়ি বাগড়া এলাকায় নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনমিলনী অনুষ্ঠানে ছিলেন। এর মধ্যে মোবাইল ফোনে খবর পান তার অফিস ভাঙচুর করা হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত যুবলীগ নেতা পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এছাড়া তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
আরএ