মেহেরপুরে গাংনীতে গত ২৪ ঘণ্টার পৃথক অভিযানে তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি ও কৃষক লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মামলার পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত থেকে শুক্রবার (১১ এপ্রিল) দুপুর পর্যন্ত গাংনী উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কাথুলি ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি গাঁড়াবাড়িয়া গ্রামের আবু তালেবের ছেলে শিপন মিয়া (৪০), কাজিপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং পীরতলা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে মো. হাফিজুর রহমান (৫৬), পলাতক আসামি গাংনীর বামন্দী গ্রামের সৈয়দ আলীর ছেলে মো. সোহরাব হোসেন, ধানখোলা গ্রামের উত্তরপাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন ও লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে মো. লাল্টু বিশ্বাস (৪৩)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এতথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের শুক্রবার (১১ এপ্রিল) দুপুরের দিকে আদালতে নেওয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এসআরএস