লক্ষ্মীপুরের রায়পুরে দুপক্ষের সংঘর্ষে বিএনপিকর্মী মো. সাইজ উদ্দিন দেওয়ান নামে এক স্পেন প্রবাসী নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান, নিহত প্রবাসীর স্ত্রী নারগিস বেগম, বড় ছেলে লিখন ও ছোট ছেলে নাসিম এবং স্থানীয় সোহাগ হোসেন, ফয়সাল, মাসুদ।
বক্তারা বলেন, প্রধান আসামি ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজ বিএনপি নেতা হওয়ায় পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করছেন না। হত্যার ছয়দিন পার হয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার হয়নি। এ দুজন ঘটনার মূল হোতা। তারা (ফারুক ও মেহেদী) নিহত ব্যক্তির পরিবারের সদস্যসহ এলাকার মানুষজনকে নানা ধরনের ভয়ভীতি ও মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে আসছেন। দলের পরিচয় দিয়ে ফের এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টাও করছেন এ দুজন। অবিলম্বে ফারুক ও মেহেদীকে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনে নামা হবে।
ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্ত্রী নারগিস বেগম বলেন, আমার স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। মামলার প্রতিটি আসামি বিএনপি ও এর সহযোগী সংগঠনের পদধারী নেতা। তাই পুলিশ আসামিদের ধরতে ভয় পাচ্ছে। এতে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি।
গত ৭ এপ্রিল বিকেলে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা ফারুক কবিরাজ ও কৃষক দল নেতা জিএম শামীম পক্সের মধ্যে সংঘর্ষ হয়। সেসময় বিএনপিকর্মী স্পেন প্রবাসী সাইজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। আহত হন দুপক্ষের অন্তত ১৫ জন। নিহত সাইজ উদ্দিন কৃষক দল নেতা শামীমের অনুসারী ছিলেন। এ ঘটনার জের ধরে ওই এলাকার তিনজনের বাড়িতে অগ্নিসংযোগসহ ১৫ বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে জড়িতদের দল থেকে আজীবন বহিষ্কার করা হয়।
এদিকে সাইজ উদ্দিনকে হত্যার ঘটনায় এজহারভুক্ত ২৬ জনসহ ২০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিলুল হক বলেন, ফারুক কবিরাজ ও মেহেদী কবিরাজসহ সব আসামি আত্মগোপনে রয়েছেন। তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
** রায়পুরে দু'গ্রুপের সংঘর্ষে প্রবাসী নিহত
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫
এসআরএস