ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

গাজায় গণহত্যার রক্ত নেতানিয়াহু ও তার সহযোগীদের গায়ে লেগে আছে: সারজিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
গাজায় গণহত্যার রক্ত নেতানিয়াহু ও তার সহযোগীদের গায়ে লেগে আছে: সারজিস

পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জাতিসংঘসহ মানবাধিকার সংগঠন বড় লেকচার দেয়, কিন্তু তাদের চোখ গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায়। গাজায় চলমান গণহত্যার রক্ত নেতানিয়াহু ও তার সহযোগীদের গায়ে লেগে আছে।

রোববার (১৩ এপ্রিল) পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের গণ-অভ্যুত্থানে শহীদ সাগর ইসলামের কবর জিয়ারত ও তার স্বজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘জাতিসংঘ, ইউনিসেফসহ মানবাধিকার সংগঠনগুলো বড় বড় লেকচার দেয়, কিন্তু তাদের মানবাধিকারের চোখ, বিবেক—সব কিছু ওই গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায়। আমরা তাদের বলতে চাই, আগামীর পৃথিবীতে মানবাধিকারের কোনো বক্তব্য দেওয়ার আগে গাজার চিত্রটি সামনে আনবেন। সেই ইস্যুতে আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে পুরো পৃথিবীর মানুষের সামনের মানবাধিকারের জ্ঞান দেওয়ার মতো মুখ আপনার নেই। ’

তিনি বলেন, ‘যারা এমন রক্তপিপাসু তাদের যদি কখনো স্বার্থের জন্য প্রয়োজন হয়, তারা অন্য ধর্মের মানুষেরও রক্ত নেবে। এটি ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়, জাতির মধ্যেও নয়, নির্দিষ্ট এলাকার মধ্যেও নয়, এটি একটি গণহত্যা। আর এ গণহত্যার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। ’

সারজিস আলম বলেন, ‘মার্চ ফর গাজায় আমরা দেখেছি লাখ লাখ মানুষ দল-মত-নির্বিশেষে অংশ নিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে পুরো বিশ্বকে একটি বার্তা দিতে চাই—ফিলিস্তিনের গাজায় মজলুম মুসলিম ভাই-বোনদের সঙ্গে যা হচ্ছে, এটা গণহত্যা। ‘ফিলিস্তিনের ভাইদের আমরা বলতে চাই পুরো বাংলাদেশ, পুরো পৃথিবী আপনাদের সঙ্গে আছে। আপনাদের সাহসের সঙ্গে যে লড়াই, এই লড়াই পুরো পৃথিবীকে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি জোগায়, সাহস দেয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।