সিরাজগঞ্জের এনায়েতপুরে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন (৪২) হত্যা মামলায় থানা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর সদস্যরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানি এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, র্যাব-২ এর সদস্যরা সোমবার (১৪ এপ্রিল) রাতে জহুরুলকে গ্রেপ্তার করে আমাদের জানায়। মঙ্গলবার সকালে তাকে থানায় হস্তান্তর করেছে র্যাব। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৮ মার্চ সন্ধ্যায় এনায়েতপুরের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও সাবেক মন্ত্রী মেজর (অবসরপ্রাপ্ত) মঞ্জুর কাদের পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত আটজন আহত হন। পরদিন বুধবার (১৯ মার্চ) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন। এ ঘটনায় নিহতের ভাই হযরত আলী হাফিজ বাদী হয়ে গত ২২ মার্চ এনায়েতপুর থানা বিএনপি, ছাত্রদল ও যুবদলের ২৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ৮০-৯০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা জহুরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এসআরএস