সিলেট: সিলেটে নিজ গ্রুপের সদস্যদের ছুরিকাঘাতে তুষার আহমদ চৌধুরী (১৯) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে নগরের শাহী ঈদগাহ সংলগ্ন ভ্যালি সিটি আবাসিক এলাকার দ্বিতীয় ফটকে এ ঘটনা ঘটে।
নিহত তুষার আহমদ চৌধুরী নগরের অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগের দুটি গ্রুপের কথা কাটাকাটির জের ধরে তুষারকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। গুরুতর অবস্থায় তুষারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাত করে তাকে খুন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘন্টা, এপ্রিল ১৬, ২০২৫
এনইউ/এসআই