ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সংস্কারের বিপক্ষের না, সংস্কারেরই দল।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আমরা কালকেও প্রধান উপদেষ্টাকে বলেছি, বিএনপির চেয়ে বেশি সংস্কার দেশে কোন রাজনৈতিক দল করেছে? রাজনৈতিকভাবে বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো বিএনপি করেছে। বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি প্রতিষ্ঠা করেছে। তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি প্রতিষ্ঠা করেছে, প্রশাসনের বিকেন্দ্রীকরণ তো অনেকক্ষেত্রে করেছে। এমনকি বিএনপি তো গ্রাম সরকার প্রবর্তন করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বৈঠকে নজরুল বলেন, মুক্তবাজার অর্থনীতি বিএনপি চালু করেছে, দুর্নীতি দমন কমিশন বিএনপি গঠন করেছে। আজকে অর্থনীতি সরকারের রাজস্ব আয়ের অন্যতম খাত হলো ভ্যাট, এটাও বিএনপি করেছে। আজকে অর্থনীতি মূল স্তম্ভ পোশাকখাত বিএনপির হাতে হয়েছে, কৃষি উন্নয়ন, প্রবাসী কর্মসংস্থান, পল্লী বিদ্যুতায়ন থেকে শুরু করে সমবায় উন্নয়ন, কুটির শিল্প সবই। বিএনপি সংস্কারের বিপক্ষের না, সংস্কারেরই দল।
সংস্কার একটা চলমান অনিবার্য প্রক্রিয়া, হতেই হবে বলে মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায় এবং বদলাবেই, আর অনিবার্য চলমান প্রক্রিয়া বলছি এটাকে।
তিনি বলেন, ভালো করার জন্য আমরা এত সময় যেন না নিই, তাহলে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্তিমিত হয়ে যায়। নিশ্চয়ই আমরা ভালো করতে চাই এবং এই ভালো করার প্রয়াস অব্যাহত থাকবে, সব সময় থাকবে। তারপরও কেউ কেউ নানা কথা বলবে, তারা যখন সংস্কারের ‘স’ উচ্চারণ করেনি। তখন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন। কেউ যখন সংস্কারের কথা ভাবেনি তখন শহীদ জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়েছেন।
নজরুল ইসলাম বলেন, আমরা সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এবং আমরা এটা বলেছি, এর চেয়ে ভালো প্রস্তাব থাকলে সেটা সাদরে নেবো। কাজেই যদি ঐকমত্য কমিশনের সনদ নাও হয়, বিএনপির জন্য সনদ আছে একটা সংস্কারের সনদ। কাজেই আমরা সংস্কারের পক্ষে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
ইএসএস/এএটি