ঢাকা: রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহের আলম মুরাদ (৬০), ঢাকা মহানগর দক্ষিণ ৫০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আরিফ হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াত (৫০), নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল শাখার সহ-সভাপতি বাপ্পি রায়হান, ঢাকা মহানগরীর ২০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন (৫০) এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের ভাতিজা ও মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক
সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান।
শুক্রবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন জায়গায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবির বিভিন্ন আভিযানিক দল।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে মো. শাহের আলম মুরাদকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।
ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে বাপ্পি রায়হান এবং অপর এক অভিযানে মো. আরিফ হোসেনকে গ্রেপ্তার করে।
ডিবি মতিঝিল বিভাগের একটি টিম খিঁলগাও এলাকা থেকে মো. শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে। একইদিন ডিবি সাইবারের একটি টিম রাজধানীর শান্তিনগর এলাকা থেকে মো. শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে এবং তেজগাঁও এলাকার একটি বাসা থেকে ডিবির অপর একটি টিম পৃথক অভিযান চালিয়ে অ্যাডভোকেট আনিসুর রহমানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এসসি/জেএইচ