ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘১৫ বছরে স্বৈরাচারী আ.লীগের হাতে লাঞ্ছিত হয়েছে আলেম সমাজ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, এপ্রিল ২১, ২০২৫
‘১৫ বছরে স্বৈরাচারী আ.লীগের হাতে লাঞ্ছিত হয়েছে আলেম সমাজ’ আবু নাসের মো. রহমাতুল্লাহ।

বরিশাল: গত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের হাতে লাঞ্ছিত ও হয়রানির শিকার হয়েছে আলেম সমাজ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ।

সোমবার (২১ এপ্রিল) বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের হিজলতলা মৌলভীরহাট এলাকায় আনিছিয়া জৌনপুরী খানকা শরীফ ও হোসাইনিয়া মাদরাসার উদ্যোগে ৫১তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

রহমাতুল্লাহ বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে বেইজ্জতি হয়েছেন আলেম-ওলামারা। মাহফিলে সঠিক ধর্মীয় জ্ঞানের বক্তব্য দিতে পারেননি তারা। মাহফিলের আগে বক্তাদের বলে দেওয়া হতো নির্দিষ্ট বিষয়ে বক্তব্য পেশ করতে। যখনই সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য প্রকাশ পেত, তখনই মাহফিল বন্ধ করে দেওয়াসহ আলেমদের নানাভাবে হয়রানি করা হতো।

তিনি আরও বলেন, মসজিদের ইমামরা বক্তব্য দিতে পারতেন না। জুমার বক্তব্যেও শেখ মুজিব ও শেখ হাসিনার নাম উল্লেখ করতে হতো। আওয়ামী লীগ সরকারের পক্ষে বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে।  

রহমাতুল্লাহ বলেন, মাদরাসা শিক্ষা বোর্ডে আওয়ামী লীগের হস্তক্ষেপ ছিল নেতিবাচক ও নিন্দনীয়। দেশের বিভিন্ন স্থানের মাদরাসায় হিন্দু শিক্ষক নিয়োগ দিয়েছিল তারা। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল। যারাই ইসলামী রাজনীতিতে যুক্ত হয়েছিল— তাদের মামলা-হামলাসহ বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। অনেক আলেমদের মিথ্যা মামলায় কারাবরণ ও ফাঁসিও দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।

রহমাতুল্লাহ বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রীতির। এমন স্বপ্ন ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে। এজন্য তার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জৌনপুরী পীর সাহেব আবু মোজাফফর আনাস সিদ্দিকীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- চাঁদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোসারফ হোসেন পান্না, মো. আবুল খায়ের জলিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।