ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াত নেতা গোলাম পরওয়ার ৫ দিনের রিমান্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১২
জামায়াত নেতা গোলাম পরওয়ার ৫ দিনের রিমান্ডে

ঢাকা: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারকে মতিঝিলের একটি মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল।

তিনি খুলনার সাবেক সংসদ সদস্যও ছিলেন।

মতিঝিলের ৯ (১১) ১২ নম্বর মামলায় মঙ্গলবার আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ৭ দিন পুলিশ রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় সোমবার রাত ৮টায় পরওয়ারকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১২
এমআই/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।