ঢাকা: জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, আমরা অনেক জায়গায় শুনতে পারি আওয়ামী লীগ ফেরত আসবে কিনা, এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, দেশের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। আমি বলি, এই সিদ্ধান্ত আওয়ামী লীগের নয়, রাজনৈতিক দলগুলোর নয়।
শুক্রবার (২ মে) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর আয়েজিত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্নিগ্ধ আরও বলেন, আপনারা কি আওয়ামী লীগকে ফেরত চান? এ খুনিকে ফেরত চান? যে খুনি আমাদের দুই হাজারের মতো ভাই-বোনদের হত্যা করেছিল, তাদের কি ফেরত চান? এ বাঙলার মানুষ ৫ আগস্টেই তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। তারা এ খুনিকে আর ফেরত চায় না। বাংলাদেশে আমরা আর এ খুনিকে ফেরত চাই না।
তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগকে ফেরত চাই না। আমাদের পানির তৃষ্ণা এখনো মিটেনি। প্রয়োজন হলে আমরা আবু সাঈদের মতো বুক পেতে, আবারো মুগ্ধের মতো পানির বোতল হাতে নিয়ে রাজপথে নামবো এ ফ্যাসিস্টের বিরুদ্ধে।
এর আগে বিকেল ৩টায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে ৩টি ট্রাক দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ।
সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।
এসসি/আরকেআর/জেএইচ