ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে বরণে স্লোগানমুখর রাজপথ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, মে ৬, ২০২৫
খালেদা জিয়াকে বরণে স্লোগানমুখর রাজপথ খালেদা জিয়ার গাড়ি ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরে আসা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বনানী-গুলশান সড়কে নেতাকর্মীদের স্রোত নেমেছে। তারা হাতে জাতীয় ও দলীয় পতাকা, ফুল, ব্যানার-ফেস্টুন নিয়ে এবং মুখে স্লোগান দিয়ে বরণ করে নেন চেয়ারপারসনকে।

 

মঙ্গলবার (৬ মে) সকাল থেকে সরেজমিনে দেখা যায়, বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বনানী থেকে গুলশান অভিমুখে যাওয়ার পথে রাস্তার বাম পাশে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানাতে অবস্থান নেন। এ সময় তারা খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।  

পাশাপাশি নেতা-কর্মীরা ব্যান্ড পার্টিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে এবং দেশাত্মবোধক বিভিন্ন গান গেয়েও খালেদাকে বরণে মেতে ওঠেন।  

বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গুলশান-বনানীর আসার কারণে ওই এলাকার সড়কে যানবাহন চলাচল সীমিত হয়ে যায়।  

এর আগে সকাল থেকেই বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুলশানের ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা’র সামনে ও এর আশপাশে জড়ো হতে শুরু করেন। সেখানে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এছাড়া বিএনপি প্রধানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর সড়কেও সকাল থেকে নেতা-কর্মীসহ জনসাধারণের ঢল নামে।

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে নেতাকর্মীরা বলছেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে এসেছেন। তার নেতৃত্বে আমরা সব বাধা অতিক্রম করে গণতন্ত্র পুনরুদ্ধার করব।

উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।  

পরে ২৫ জানুয়ারি থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন।

আরকেআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।