ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আ. লীগ নিষিদ্ধসহ তিন দাবি এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, মে ৯, ২০২৫
আ. লীগ নিষিদ্ধসহ তিন দাবি এনসিপির

ঢাকা: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব দাবি জানান এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিন দফা দাবি হলো- 

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।  

২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।

৩. জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

নাহিদ ইসলামের এ পোস্টের পর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতাদেরও ফেসবুকে নিজ নিজ অ্যাকাউন্ট থেকে একই দাবি পোস্ট করতে দেখা যায়।

এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন ছাত্র জনতা। রাত সাড়ে ৮টা পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই মঞ্চ, হেফাজত ইসলামী, ছাত্র শিবিরসহসহ বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাধারণ ছাত্র-জনতা অংশ নিয়েছেন।

এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

একইসঙ্গে তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন। হাসনাত আবদুল্লাহর ঘোষণার পর উপস্থিত আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এবং বিকেল পৌনে ৫টার দিকে শাহবাগ অবরোধ করেন।

এ সময় ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।  

এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।