ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক মোর্শেদ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, মে ১০, ২০২৫
জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক মোর্শেদ

ঢাকা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হয়েছেন সংগঠনের ডাইরেক্টর (অ্যাডমিন) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

শুক্রবার (৯ মে) জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেডআরএফের গভর্নিং বডি (বোর্ড অব ডাইরেক্টরস), মনিটর, কো-অর্ডিনেটররহ সব সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ব্যক্তিগত প্রয়োজনে কানাডা (গতকাল গেছেন) যাবেন। উক্ত সময়কালীন ফাউন্ডেশনের ডাইরেক্টর (অ্যাডমিন) অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করবেন।

 প্রসঙ্গত, অধ্যাপক মোর্শেদ হাসান খান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য। দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন অধ্যাপক মোর্শেদ হাসান খান।  
জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হওয়ায় তাকে তার শুভাকাঙ্ক্ষী ও সতীর্থরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।