ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সাম্য হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল

স্পেশাল করেসপন্ডেন্ট       | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৯, মে ১৪, ২০২৫
সাম্য হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল শাহরিয়ার আলম সাম্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে ছাত্রদল। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এমনটি জানানো হয়।

 

এতে বলা হয়, সাম্য হত্যার বিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থ প্রক্টর ও ভিসির পদত্যাগের দাবিতে বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদল।

এর আগে মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

শাহরিয়ার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। তিনি একই হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন।

এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।