ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শিক্ষা ও গবেষণা সেল করল এনসিপি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১২, মে ২২, ২০২৫
শিক্ষা ও গবেষণা সেল করল এনসিপি

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শিক্ষা ও গবেষণা সেল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২১ মে) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন এই কমিটি অনুমোদন করেছেন।

গণমাধ্যেম পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এ তথ্য জানান।

সেলের সম্পাদক পদে রয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত। এছাড়া সহ-সম্পাদক হিসেবে রয়েছেন মাহবুব আলম। এছাড়া সদস্য হিসেবে মোহাম্মদ মিরাজ মিয়া, সাদিয়া ফারজানা দিনা, মো. মেসবাহ কামাল, খায়রুল কবির, নাজমুল হাসান সোহাগ , মো. শওকত আলী, তানহা শান্তা, ইফতেখারুল ইসলাম, হাছিব আর রহমান ও সুলতান মুহাম্মদ জাকারিয়া রয়েছেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।