ঢাকা: বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে চলছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
বুধবার (২৮ মে) বিকেল সাড়ে ৩টার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় এই সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ ছাড়া বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।
সকাল ১০টার পর থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকেও বিপুলসংখ্যক নেতাকর্মী নয়াপল্টনে এসে যোগ দেন।
বৃষ্টি থেমে থেমে নামলেও নেতাকর্মীদের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি। তারা বৃষ্টিতে ভিজেই বসে থেকে স্লোগান দিয়ে চলেছেন। মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, ১৬ বছর আমাদের আন্দোলন থামাতে পারেনি, এই বৃষ্টিও থামাতে পারবে না। আপনারা সবাই বৃষ্টিতে থাকবেন তো? উত্তরে নেতাকর্মীরা একসঙ্গে বলছেন, থাকব।
সমাবেশ ঘিরে নয়াপল্টন এলাকা এখন নেতাকর্মীদের ঢলে মুখরিত। কারও গায়ে রয়েছে ব্যানারযুক্ত টি-শার্ট, কেউবা মাথায় বেঁধেছেন জাতীয় ও দলীয় পতাকা। স্লোগান, গান আর উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে পুরো এলাকা।
ডিএইচবি/আরএইচ