ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কের দায়িত্বে রুহিন হোসেন প্রিন্স

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, জুন ২, ২০২৫
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কের দায়িত্বে রুহিন হোসেন প্রিন্স রুহিন হোসেন প্রিন্স

ঢাকা: আগামী তিন মাস বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

সোমবার (২ জুন) বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বাম গণতান্ত্রিক জোটের বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সোমবার (২ জুন) থেকে আগামী তিন মাস বাম গণতান্ত্রিক জোট, কেন্দ্রীয় পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

দেশের ছয়টি বাম ধারায় রাজনৈতিক আদর্শের বর্তমানে বাম গণতান্ত্রিক জোটে রয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, সিপিবি, বাসদ, বাসদের (মার্ক্সবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি।

আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ