ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

‘গুপ্ত সংগঠন’ শিবির সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ নাছিরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, জুলাই ১৪, ২০২৫
‘গুপ্ত সংগঠন’ শিবির সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ নাছিরের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

ঢাকা: পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাকে ছাত্রশিবির রাজনৈতিকভাবে ব্যবহারের অপচেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেছেন, ‘গুপ্ত সংগঠন’ শিবিরের সন্ত্রাসীরা পুরান ঢাকার ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কথিত ব্যানার ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের চরমভাবে বিভ্রান্ত করছে।

শুধু তাই নয়, তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং ভুয়া স্লোগান দিয়েছে।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের এক বিক্ষোভ মিছিলে তিনি এসব মন্তব্য করেন।

বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিল কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন, সম্প্রতি আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড ঘটলেও ‘গুপ্ত সংগঠন’ সেগুলোকে নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে না, শুধুমাত্র মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে তারা সাধারণ শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। এমনকি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও বিভিন্ন ‘অপপ্রচার’ চালাচ্ছে।

ছাত্রদল সাধারণ সম্পাদক স্পষ্ট করে বলেন, তাদের এ বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য হলো এসব অপতৎপরতার বিরুদ্ধে সংগঠনের অবস্থান পরিষ্কার করা, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়।

মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘জামায়াত শিবির রাজাকার, এ মুহূর্তে বাংলা ছাড়’, ‘জিয়াউর রহমানের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’, এবং ‘পিন্ডি যাবে রাজাকার, দিল্লি গেছে স্বৈরাচার’।

মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরসহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, থানা এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ‘গুপ্ত সংগঠন’ ও শিবিরের কথিত চক্রান্ত নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।