গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ তার দলের ওপর আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন- ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘ আপস না রাজপথ? রাজপথ, রাজপথ’ ইত্যাদি।
পরে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির নেতারা বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুসহ তার দলের ওপর হামলার প্রতিবাদে আমরা রাজপথে আছি এবং থাকব। এর কঠোর জবাব দেওয়া হবে।
এ সময় এনসিপির নেতা বিন রনি বলেন, আমরা গত বুধবার দেখেছি পুলিশ বাহিনী প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আজকে জুলাই শক্তির ওপর পল্টনে হামলা চালানো হয়েছে। পুলিশ বাহিনী ২০২৪ সালের ৫ আগস্ট থেকে শিক্ষা নেয়নি। কোনো হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা মেনে নেব না।
এমএমআই/এসআরএস