ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

দুর্গোৎসবের মূলমন্ত্র হলো অশুভ শক্তির বিনাশ: রুহুল আমিন হাওলাদার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, সেপ্টেম্বর ২৯, ২০২৫
দুর্গোৎসবের মূলমন্ত্র হলো অশুভ শক্তির বিনাশ: রুহুল আমিন হাওলাদার 

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, শারদীয় দুর্গোৎসবের বাণী হলো অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের আনন্দ ও সমৃদ্ধি কামনা করা।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।

 

রুহুল আমিন হাওলাদার বলেন, দুর্গোৎসব এখন শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি সর্বজনীন উৎসব, যা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। এই উৎসবের মাধ্যমে মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করে এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।  

তিনি আরও বলেন, দুর্গোৎসবের মূল বার্তা হলো অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়। ফলে বরাবরের মতো এবারও দুর্গোৎসবের মূলমন্ত্র হোক অসত্য, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং শুভ ও সুন্দরের প্রতিষ্ঠা করা।  

রুহুল আমিন হাওলাদার বলেন, দুর্গাপূজা এখন একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, যা বাঙালি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়িয়ে তোলে। তিনি দুর্গোৎসবের মাধ্যমে সনাতন ধর্মের সব অনুসারীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।  

এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।