ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হবে: আমীর খসরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, অক্টোবর ৫, ২০২৫
নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হবে: আমীর খসরু

দেশে গণতন্ত্রের শাসন পুনঃপ্রতিষ্ঠায় সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ সময় আমীর খসরু বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজ করে যাওয়ায় গোয়েন লুইসের প্রতি আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই প্রকৃত গণতন্ত্রের শাসন ফিরিয়ে আনতে হবে।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন নির্বাচন এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু। পাশাপাশি জাতিসংঘের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আমীর খসরু বলেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা হয়। যতদিন পর্যন্ত প্রত্যাবাসন সম্পন্ন না হয়, ততদিন জাতিসংঘ রোহিঙ্গাদের বিষয়ে তাদের সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান বিএনপির এই নেতা।

গোয়েন লুইস বলেন, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ নির্বাচন কমিশনকে প্রযুক্তিগত ও কাঠামোগত সহায়তা দিচ্ছে, যাতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে ঐকমত্য সৃষ্টির ক্ষেত্রে কাজ করছে, যা ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়াকে এগিয়ে নেবে বলে আমরা আশা করছি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে গোয়েন লুইস বলেন, শরণার্থীদের প্রতি বাংলাদেশ যে অসাধারণ মানবিকতা ও আতিথেয়তা দেখিয়েছে, জাতিসংঘ তা গভীর শ্রদ্ধার সঙ্গে স্বীকার করছে।

এসবিডব্লিউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।