ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

৮ জামায়াত নেতার অন্তর্বর্তীকালীন জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, জুলাই ৬, ২০১০

ঢাকা: জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর গ্রেপ্তারের পর পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় চার মাসের অন্তর্ববর্তীকালীন জামিন পেয়েছেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামসহ আট জন।

মঙ্গলবার ওই আটজন আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি মো. আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মো. আব্দুল হাফিজের বেঞ্চ এ আদেশ দেন।



একইসঙ্গে তাদের কেন স্থায়ীভাবে জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলেছেন আদালত।

এটিএম আজহারুল ইসলাম ছাড়া জামিন পাওয়া অন্য আসামিরা হলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ডা. শফিকুর রহমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতা ডা. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি আনিসুর রহমান ও  সাধারণ সম্পাদক ওবায়েদ, ঢাকা মহানগর জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল।    

জামিন শুনানিতে আসামি পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

গত ২৯ জুন শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলাটি দায়ের করে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।