ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

রিমান্ডের নামে নির্যাতন রেকর্ড ভেঙ্গেছে: মওদুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জুলাই ৭, ২০১০

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘বর্তমান সরকার রিমান্ডের নামে নির্যাতন করে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। ’ আজ বুধবার জাতীয় প্রেসকাবে হিউম্যান রাইটস স্টাডিজ.কম আয়োজিত রিমান্ড, হুলিয়া ও রাজনৈতিক সহিংসতা শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।



ব্যারিস্টার মওদুদ বলেন, ‘নির্বাচিত সরকার কিভাবে স্বৈরাচার সরকারে পরিণত হয় তা বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর বর্তমান সরকারের হামলা, নির্যাতন ও মিথ্যা মামলায় জড়িয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা দেখে বোঝা যায়। ’

সরকার বিচার ব্যাবস্থায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, ‘বিচার বিভাগ পৃথক করেও কোন লাভ হয়নি। সরকার এখনো বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে। ’

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আজ শান্তিপূর্ণ মানববন্ধনে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে যে তারা মোটেই গণতন্ত্রে বিশ্বাস করে না। ’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের অতীত কখনোই ভালো ছিলো না। তারা ক্ষমতায় গেলেই এমন পরিস্থিতি সৃষ্টি করে যে সাধারণ মানুষও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আসলে এ সরকার শান্তিপূর্ণ সহাবস্থান চায় না। ’

সরকার দেশে সংঘাতপূর্ণ অবস্থা কেন সৃষ্টি করছে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘তারা মনে করতে পারে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে পারবে। কিন্তু তাদের মনে রাখা উচিত, অতীতে কেউ স্বৈরাচারি কায়দায় দেশ চালিয়ে টিকে থাকতে পারেনি। গত কয়েক দিনের আচরণে তারা ১৯৭২ সালের আওয়ামী লীগকেও হার মানিয়েছে। ’

বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক উইং কমান্ডার (অব.) হামিদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য এডভোকেট আহমেদ আযম খান, যুগ্মমহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট চৌধুরী আলম, লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময় ১৯০০ ঘণ্টা, ৭ জুলাই ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।