ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আরো ৪১১টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, জুন ৮, ২০১০

ঢাকা: রাজনৈতিক হয়রানিমূলক আরো ৪১১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

এসবের মধ্যে রয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৫টি মামলা । এছাড়া ৯০টি মামলা প্রত্যাহারের সুপারিশ নামঞ্জুর ও ২০৭টি মামলা আরো পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকের পর কমিটির চেয়ারম্যান আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তবে এবারেও বিরোধী দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়নি বলে জানান তিনি।

কমিটির ১৯তম এ বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
এ নিয়ে মোট পাঁচ হাজার ৫শ ৩৯টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ কমিটি।

রাজনৈতিক বিবেচনায় বিগত কয়েকটি সরকারের আমলে এ পর্যন্ত মোট আট হাজার ৬শ ৬৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান আইন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময় ১৬৩৫ ঘণ্টা, জুন ০৮, ২০১০
ইউবি/আরআর/এমএমকে/ জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।