ঢাকা: মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হলে ভয়াবহ পরিণতি হবে বলে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসকাবে আজ বিকেলে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি একথা বলেন।
‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া: বাক ও প্রচার মাধ্যমের স্বাধীনতায় তাঁর অবদান’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র সভাপতি শ্যামা ওবায়েদ ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন উইং কমান্ডার এম হামিদুল্লাহ খান, প্রফেসর ড. মাহবুবউল্লাহ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, মহিলা দলের সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ।
ব্যারিস্টার মওদুদ জিয়াউর রহমানকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার কারিগর বলে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘১৯৭২ থেকে ১৯৭৫ সময়ে যে বাকশালি শাসন ছিল, এখন আওয়ামী লীগ তা ভিন্ন কায়দায় বাস্তবায়ন করছে। ’
আওয়ামী লীগের চিন্তা-চেতনা ‘এলোমেলো’ বলে উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ বলেন, ‘তারা কখন কি বলে কখন কি করে তা ঠিক নাই। ’
বাংলাদেশ সময় ১৯৫৮ ঘণ্টা, জুন ০৮, ২০১০
এমএম/এমএমকে/ জেএম